সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এর বাণী

চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার স্কুল ও কলেজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, চট্টগ্রামের নিয়ম কানুনের আওতায় প্রতিষ্ঠিত ও সুপরিচালিত একটি ঐতিহ্যবাহী ও গৌরবমন্ডিত বিদ্যাপীঠ। আমাদের স্বপ্ন অত্র প্রতিষ্ঠানটি দেশের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত পটভূমির প্রেক্ষিতে নৈতিক মূল্যবোধ, সততা, দেশপ্রেম ও নেতৃত্বের গুণাবলি অর্জনে সুনাগরিক হিসাবে শিক্ষার্থীদেরকে গড়ে তোলা। প্রযুক্তি নির্ভর শিক্ষা শিক্ষার্থীদের নিকট সহজ ও আনন্দদায়ক হয়ে থাকে। শিক্ষাক্রমকে কার্যকর ও ত্বরান্বিত করতে এবং ছাত্র-ছাত্রী অভিভাবক ও শিক্ষক/শিক্ষিকার মধ্যে যোগাযোগের ক্ষেত্রে ওয়েবসাইটের গুরুত্ব অপরিসীম। “তথ্যই শক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার স্কুল ও কলেজের একটি ডাইনামিক ওয়েবসাইট খোলা হল। এই ওয়েবসাইটটি খোলার মাধ্যমে বিদ্যালয়ের সামগ্রিক মান উন্নয়ন ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করণে একটি নতুন মাত্রা যুক্ত হবে এটাই প্রত্যাশা করছি।


সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার স্কুল ও কলেজ
রাঙ্গাদিয়া, চট্টগ্রাম।