অধ্যক্ষের বাণী

Principal

সক্রেটিস আড়াই হাজার বছর আগে আমাদের জানিয়েছেন, ‘যতদিন লেখাপড়ার প্রতি আকর্ষণ থাকে, ততদিন মানুষ জ্ঞানী থাকে, আর যখনই তার ধারণা জন্মে যে সে জ্ঞানী হয়ে গেছে, তখনই মূর্খতা তাকে ঘিরে ধরে’। এই মূর্খতা থেকে মুক্তির লক্ষ্যে নেলসন ম্যান্ডেলা বলেছেন, ‘শিক্ষা হলো সবচেয়ে ক্ষমতাধর অস্ত্র যা আমরা ব্যবহার করতে পারি এই পৃথিবীকে পালটে ফেলতে’। পৃথিবীকে পাল্টাতে হলে পাল্টাতে হবে নিজের দেশটাকে, তার আগে নিজেকে। এই লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশ এগিয়ে চলছে উন্নতির পথে। পরিবর্তিত পরিস্থিতিতে বিশ্বের তথ্য-প্রযুক্তি-নির্ভরতার সাথে মিল রেখে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার স্কুল ও কলেজ তাঁর শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকের সাথে যুক্ত থাকতে অনলাইন মাধ্যমে প্রবেশ করছে।

প্রতি বছর এই প্রতিষ্ঠানের একাধিক শিক্ষার্থী মেডিকেল-বুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ পাচ্ছে। প্রাক্তন অনেক শিক্ষার্থী দেশে-বিদেশে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। তাঁরাও অনলাইনে অনায়াসে তাঁদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রেখে এর উন্নয়নে অবদান রাখতে পারবেন। অন্তত তাঁদের দেখে বর্তমান শিক্ষার্থীরাও অ্যারিস্টটলের উক্তির প্রমাণ পাবে যে, ‘শিক্ষার শেকড়ের স্বাদ তেঁতো হলেও এর ফল মিষ্টি’ । তবে তাঁদের এও জানা চাই ডাক্তার-ইন্জিনিয়ার-আমলা যা-ই হোক না কেন, সবার আগে ভালো মানুষ হওয়া চাই। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত বাণী: ‘মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন’। তাই এই শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা দেশপ্রেমিক আদর্শ নাগরিক গড়ার চমৎকার ক্ষেত্ররূপে প্রতিষ্ঠা করতে চাই। এক্ষেত্রে, সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মহোদয়, প্রশাসন বিভাগ ও কলেজ পরিচালনা পর্ষদের পরামর্শকে পুঁজি করে আমরা এগিয়ে যাবো সুন্দর আগামীর পথে। শিক্ষক-অভিভাবক ও কলেজ পরিচালনা পর্ষদের ঘনিষ্ট ও সচল তথ্য যোগাযোগের মাধ্যমে আমাদের আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দীপ্ত গর্বিত বাঙালি করে গড়ে তোলার দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করতে চাই। সাথে সাথে, সংশ্লিষ্ট সকল মহলের শুভ হোক এই প্রত্যাশা করি। জয় বাংলা।


মো: আকতার হোসেন
অধ্যক্ষ
চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার স্কুল ও কলেজ
রাঙ্গাদিয়া,চট্টগ্রাম।