Our History

কারখানায় চাকুরিজীবীগণের সন্তানদের সুশিক্ষার স্বার্থে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইাজার আবাসিক কলোনিতে আছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার স্কুল ও কলেজ। এর স্কুল শাখা প্রতিষ্ঠিত হয় ১৯৮৮ খিস্টাব্দে এবং কলেজ শাখা ১৯৯৩ খ্রিস্টাব্দে। ২০১৬ খ্রিস্টাব্দ থেকে আসন খালি থাকা সাপেক্ষে স্থানীয় মেধাবী শিক্ষার্থীদেরও এই প্রতিষ্ঠানে পড়াশোনা করার সুয়োগ দেওয়া হচ্ছে। এই শিক্ষা প্রতিষ্ঠানে শিশু থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অধ্যয়নের সুয়োগ-সুবিধা রয়েছে।

 

শিক্ষাপ্রতিষ্ঠানটি সরকারি অনুদানমুক্ত এবং বিসিআইসি নিয়ন্ত্রিত সিইউএফএল - এর শাখা হিসেবে পরিচালিত। বিশেষায়িত এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড অনুমোদিত সংস্থা কর্তৃক পরিচালিত একটি গভর্নিং বডি রয়েছে। কারখানার ব্যবস্থাপনা পরিচালক মহোদয় গভর্নিং বডির সভাপতি এবং অধ্যক্ষ মহোদয় সদস্য-সচিব। সরকারি স্কুল ও কলেজের নিয়মে এখানে শিক্ষাদান কর্মসূচি পরিচালিত হয়। বিভিন্ন জাতীয় দিবস যথাযোগ্যভাবে পালনের পাশাপাশি প্রতি বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়। জাতীয় দিবসে দেয়ালিকা প্রকাশের পাশাপাশি ২০০৯ খ্রিস্টাব্দ থেকে ‘বিস্ফুরণ’ নামে একটি বার্ষিকী প্রকাশিত হচ্ছে। এছাড়াও এখানে শিক্ষার্থীদের জন্যে বিএনসিসি (বিমান শাখা) এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচিও পরিচালনা করা হচ্ছে। আইসিটি ও বিজ্ঞানের ব্যবহারিক ক্লাসের জন্যে পৃথক ল্যাবের পাশাপাশি ২০১১ খ্রিস্টাব্দ থেকে এই প্রতিষ্ঠানে একটি ‘ল্যাংগুয়েজ ল্যাব’ পরিচালিত করা হয়। বৃত্তি পরীক্ষা ও পাবলিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি একাধিকবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সেরা দশ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় স্থান লাভের গৌরব অর্জন করেছে।

image